
মোঃ বাবুল নেত্রকোনা থেকে: নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলা সাহওতা ইউনিয়নের সালিকুড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাদের আলী (৬০) কে মারধরের ঘটনায় তারই মাদকাসক্ত ছেলে কদম আলী জনি (২২)কে গ্রেফতার করেছে বারহাট্টা থানা পুলিশ।আজ বুধবার মাদকাসক্ত জনিকে তার নিজ বাড়ি সালিকুড়া থেকে গ্রেফতার করে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়,বৃদ্ধ পিতাকে ভরণপোষণ না করে উল্টো স্বার্থের কারণে প্রায়শই মাদকাসক্ত সন্তান বীর মুক্তিযোদ্ধা পিতাকে মারধর করে। এরই পরিপ্রেক্ষিতে বীর মুক্তিযোদ্ধা সাদের আলী বাদী হয়ে বারহাট্টা থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি ক্রাইম পেট্রোল২৪কে জানান,যাদের কারণে আমরা স্বাধীন দেশ পেয়েছি, তাদের রক্তের বিনিময়ে পেয়েছি সোনার বাংলা, আর তাদের উপর অত্যাচার তা মেনে নেওয়া যায় না।আবার তার মাদকাসক্ত ছেলে প্রায়ই তাকে মারধর করে । বিষয়টি খুবই অমানবিক। মুক্তিযোদ্ধা সাদের আলীর মামলায় মাদকাসক্ত কুলাঙ্গার ছেলে কমদ আলী ওরফে জনিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।