
নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীতে আগামী শনিবার(১১ জানুয়ারি)তিন লাখ ১৪২ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ওই দিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জেলার ছয় উপজেলায় এক হাজার ৫৮৭টি কেন্দ্রে কাজ করবেন তিন হাজার ১৭৪জন স্বেচ্ছাসেবক।জাতীয় ওই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে ৫৪৯ জন তদারককারী এবং ১৯১জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন বলে জানান নীলফামারী জেলা সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন।
জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসা কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল জানান, জেলায় ৩ লাখ ১৪২ জন শিশুর মধ্যে ছয় থেকে ১১মাস বয়সের ২৯ হাজার ৮১৪ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লাখ ৭০ হাজার ৩২৮জন শিশু রয়েছে। এবারই প্রথম অনলাইন অ্যাপসের মাধ্যমে কর্মসূচি তদারকি করা হবে বলে জানান এই কর্মকর্তা।