
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারতে ড. মিজানুর রহমান আল আজাহারী’র তাফসিরুল কোনআন মাহফিলে লাখো মানুষের ঢল।
গতকাল মঙ্গলবার (২১জানুয়ারি) রাতে নীলফামারীর চড়াইখোলা স্কুল এন্ড কলেজ মাঠে পৌর মেয়র ও জেলা আ’লীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, চড়াইখোলা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বসুনিয়া মানিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রবিউল ইসলাম। সেখানে সদর থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলামের নেতৃত্বে আইন- শৃঙ্খলা বাহিনীর ৪ শতাধিক সদস্য মোতায়েন ছিল। উত্তর অঞ্চলে প্রচন্ড শীতকে উপেক্ষা করে মাহফিল শুনতে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা লাখো ধর্মপ্রিয় জনতার উপচেপড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।