
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে নগদ বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার নুরপুর,ব্রাহ্মণশাসন,চটিপাড়া,পাঠানিশা সৌদি প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে গোর্কণ ইউনিয়নের নুরপুর গ্রামের হতদরিদ্র এক‘শ পরিবারের মাঝে নগদ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়। স্থানীয় স্কুল মাঠের পাশে করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক অসহায়ের হাতে ৪০০ টাকা করে নগদ অর্থ তুলে দেন গোকর্ণ ইউপি চেয়ারম্যান প্রভাষক ছোয়াব আহমেদ হৃতুল। এসময় মোঃ ওবেদ আলী সরদার,ই¯্রাম খাঁ,ছাত্রলীগ নেতা এস এম নাসিম,মমিন হাসান অভি,হাসান মাহমুদ,আল-আমিন,নাসির মিয়া,রুবেল মিয়া,আলাল মিয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় চেয়ারম্যান প্রভাষক ছোয়াব আহমেদ হৃতুল বলেন,এই মহামারীতে এখন আর গরিব,নিম্ন মধ্যবিত্ত,মধ্যবিত্ত‘র বিভাজন করার সুযোগ নেই। সেই দায়িত্ববোধের অংশ হিসেবে এলাকার সৌদি প্রবাসী কল্যাণ পরিষদ অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করে। একই সাথে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সামর্থ্যবান ওবিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাই।