
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ নাসিরনগর উপজেলা সদর বন্ধুমহলের উদ্যোগে আজ সোমবার সকালে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নক আউট ক্রিকেট টুর্ণার্মেন্ট -২০১৯-২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলাটি শ্রীঘর একাদশ বনাম নাসিরনগর সদর একাদশ মধ্যে অনুষ্ঠিত হয়।এতে শ্রীঘর একাদশকে ৭ ইউকেটে নাসিরনগর সদর একাদশ পরাজিত করে।ক্রিকেট টুর্ণার্মেন্টের ফাইনাল খেলার চ্যাম্পিয়ান পুরস্কার নাসিরনগর সদর একাদশের হাতে ফ্রীজ তুলে দেন সাবেক ফুটবলার ক্রীড়ামোদী দেলোয়ার হোসেন চৌধুরী,নাসিরনগর উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক আকতার হোসেন ভুইয়া, ক্রীড়ামোদী মিজানুর রহমান মেম্বার,চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শরীফুজ্জামান চৌধুরী সুমন । এসময় ভাষ্যকার মনির হোসেন,জনি,আবদুল্লাহ আল-মাহমুদ,রুমান চৌধুরী,রাকিব চৌধুরী,আরিফ ও কোকিলসহ সদর বন্ধুমহলের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,নক আউট ক্রিকেট টুর্ণার্মেন্ট ২০১৯-২০২০ এ উপজেলার মোট ৩২ টি দল অংশগ্রহণ করে।