
মো.মেহেদী হাসান ফারুক, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ সোমবার ৯ ডিসেম্বর ২০১৯ সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা চত্বরে হানাদারমুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
১৯৭১ সালের এই দিনে, বাংলার মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে নাগরপুর উপজেলাকে মুক্ত করে।
এই দিনে নাগরপুর উপজেলার সাধারণ জনগণ পরাধীনতার শিকল হতে মুক্ত হয়ে স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। নাগরপুরের আকাশ- বাতাস জয় বাংলা ধ্বনিতে মুখরিত হয়। দিবসটি উপলক্ষে, দিনের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন, টাঙ্গাইল-৬ আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু।
পরে উপজেলা চত্বরে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর এর সঞ্চালনায় ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংসদ আহসানুল ইসলাম টিটু।
টিটু বলেন, আজ নাগরপুর হানাদারমুক্ত দিবস প্রথম বারের মত পালিত হচ্ছে। ১৯৭১ সালের এই দিনে যে সব বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। মুক্তিযুদ্ধের চেতনা সকলের মাঝে উৎজীবিত করতে হবে।
আমাদের মাঝে ভিন্নমত থাকতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস চিরঅম্লান। তাই আসুন, সকলে মিলেমিশে আমাদের এই বীরত্বের ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরে দেশপ্রেম জাগ্রত করি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, জেলা আ.লীগের সহ সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, অ্যাড. মুলতান উদ্দিন, উপজেলা আ.লীগ সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সাধারণ সম্পাদক কুদরত আলী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, বীর মুক্তিযোদ্ধা মুকাদ্দেস আলী, গোলাম সরোয়ার ছানা, জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আহমেদ শাহীন, চেয়ারম্যানবৃন্দ, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আলোচনা সভা শেষে হানাদারমুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক বর্নাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নাগরপুর ও টাঙ্গাইলের বিশিষ্ট বীর মুুক্তিযোদ্ধা, স্কুল- কলেজ ছাত্র-ছাত্রী সহ সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের হাজার হাজার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।