মো. মেহেদী হাসান ফারুক, নাগরপুর টাংগাইল প্রতিনিধি : টাংগাইলের নাগরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাংলা ড্রেজার ধ্বংস করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। (৭ জানুয়ারি ২০২০ খ্রি.) মঙ্গলবার দুপুরে নাগরপুর থানার গয়হাটা এবং দপ্তিয়র ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় তিনটি বাংলা ড্রেজার ধ্বংস করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর বলেন, দীর্ঘদিন ধরে বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি কুচক্রীমহল। তারা তাদের ব্যবসায়িক স্বার্থে অবৈধভাবে বালু উত্তোলন করে চলছে। তারা দীর্ঘ দিন ধরে নিজেদের স্বার্থে দেশ ও সমাজের ক্ষতি সাধন করে আসছেন। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তিন ৩ টি ড্রেজার ধ্বংস করে দেয়া হয়েছে। দেশ ও সমাজের উন্নয়নের স্বার্থে এই অবৈধ বালু উত্তোলনসহ সকল অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অবৈধ বালু উত্তোলন অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন, নাগরপুর থানার এস.আই সাইফুদ্দিন মাহমুদ, সার্ভেয়ার সাইফুল ইসলাম,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।