ক্রাইম পেট্রোল ডেস্ক ঃঃ
নরসিংদী জেলার এসপি ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন।
আজ ২৩ ফেব্রুয়ারি ২০২০খ্রি. তারিখ রবিবার অনুষ্ঠিত ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, ঢাকা রেঞ্জ হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) এর নিকট হতে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে পুরস্কার গ্রহণ করেন পুলিশ সুপার, নরসিংদী প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম।
এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, বিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (অপরাধ) জিহাদুল কবির, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্ এন্ড ইন্টেলিজেন্স) মো. নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম ও রেঞ্জাধীন ১৩ জেলার পুলিশ সুপারসহ ঢাকা রেঞ্জ অফিসের পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।
জানুয়ারি ২০২০খ্রি. মাসে মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণসহ নরসিংদী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় ঢাকা রেঞ্জ কর্তৃক শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নরসিংদীর জেলার পুলিশ সুপারকে মনোনীত করা হয়।