crimepatrol24
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:৫০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে জনগণকে অবহিতকরণ ও উন্নয়ন কার্যক্রমে সস্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ কার্যক্রমে আওতায় ঝিনাইদহে আলোচনা সভা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৩, ২০১৯ ৪:১৬ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহের সাধুহাটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে জনগণকে অবহিতকরণ ও উন্নয়ন কার্যক্রমে সস্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ কার্যক্রমের আওতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা তথ্য অফিস এর আয়োজনে বুধবার দুপুরে সাধুহাটি ইউনিয়ন পরিষদের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহীদুল ইসলাম,সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির উদ্দীন।শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক। সার্বিকভাবে সহযোগিতা করেন সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির উদ্দীন। অনুষ্ঠানের আলোচনা সভায় সংবাদকর্মিসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রম এর আওতায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জনগণকে অবহিত করেন। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বক্তব্যে, বয়স্ক ভাতা ও ভিজিডি, ভিজিএফসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।

Share This News:

সর্বশেষ - লাইফ স্টাইল