
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাফেজ আনিসুুর রহমান (২০) নামের এক মটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। নিহত আনিসুর ওই ইউনিয়নের লোহাগারা গ্রামের শাহাজানের ছেলে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর ) দুপুরে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আনিসুর। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর পেছন থেকে ধাক্কা দিলে এতে গুরুতর আহত হয় আনিসুর। স্থানীয়রা আহত আবস্থায় দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আনিসুুরকে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।