
আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিদেশি মাদকসহ সাজু মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ভারতের সিগনেচার ব্র্যান্ডেড ১২ বোতল, হুইস্কি দুই বোতল, ম্যাজিক মোমেন্ট ওয়াইন ১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে তাকে আটক করা হলে শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।মাদক ব্যবসায়ী সাজু মিয়া দেবিগঞ্জ বোর্ডিং পাড়া এলাকার আলিমুদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে উপজেলা শহরের চৌরাস্তার পাশে থাকা ফুড স্বরবর নামক কফিশপ থেকে সাজুকে ভারতের সিগনেচার ব্র্যান্ডেড ১২ বোতল হুইস্কি, দুই বোতল ম্যাজিক মোমেন্ট ওয়াইন ও ১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।