
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা থেকে দুই হাজারটি ইয়াবা বড়িসহ মো. মানিক মিয়া (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে তারাটিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। তিনি কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাইম বোয়ালমারি গ্রামের মৃত এলাহি শেখের ছেলে। ১ ডিসেম্বর,রবিবার বিকালে তারাটিয়া বাজারে তল্লাশী চৌকি বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ১ ডিসেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ আলীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার তারাটিয়া বাজারের স্থানীয় মতিউর রহমানের নার্সারি বাগানের সামনে যানবাহন তল্লাশী অভিযান পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে বিকেল সাড়ে তিনটার দিকে চৌকি থেকে ৫০ গজ দূরে অটোরিকশা থামিয়ে মাদক কারবারি মো. মানিক মিয়া পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়। তার পরনের আন্ডার ওয়ারের (জাঙ্গিয়া) সামনের পকেট থেকে ইয়াবা বড়ির ১০টি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে ২০০টি করে সর্বমোট দুই হাজারটি ইয়াবা বড়ি ছিল। যার আনুমানিক মূল্য প্রায় ছয় লাখ টাকা।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, মাদক কারবারি মো. মানিক মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে ২ ডিসেম্বর সোমবার সকালে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।