crimepatrol24
২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:০১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুর জেলা প্রশাসন ও বিএসটিআই-এর উদ্যোগে বিশ্ব মান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৪, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।।
‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান’, বিশ্ব মান দিবসের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৫৬তম বিশ্ব মান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসন ও বিএসটিআই এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ অক্টোবর-২০২৫ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫৬তম বিশ্ব মান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসন ও বিএসটিআই এর উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন-এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই, দিনাজপুর-এর উপপরিচালক ও অফিস প্রধান মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) দিপক কুমার দাস (পিপিএম) ও সিভিল সার্জনের প্রতিনিধি ডেপুটি সিভিল সার্জন শাহ্ মুহাম্মদ শরীফ।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘উৎপাদনকারী ও আমদানিকারকদের দায়িত্ব হলো বিএসটিআই’র মানদন্ড মেনে টেকসই ও পরিবেশ বান্ধব পণ্য তৈরি করা। অন্যদিকে, ভোক্তা ও সাধারণ মানুষের উচিত মানসম্পন্ন পণ্য ক্রয় ও এ বিষয়ে সচেতন হওয়া। যখন উৎপাদনকারী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ সবাই মিলে মান বজায় রাখার জন্য কাজ করবে তখনই গুণগত মান সম্পন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। আর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরিবেশ বান্ধব মানসম্পন্ন পণ্য অর্জন সম্ভব হবে।’

বিএসটিআই দিনাজপুরের পরিদর্শক মীর মো. সাইফ আলী এর সঞ্চালনায় প্রজেক্টরের মাধ্যমে বিশ্ব মান দিবসের তাৎপর্য তুলে ভিডিও প্রদর্শন করেন বিএসটিআই দিনাজপুরের পরিদর্শক শামীম আজাদ বকুল।

মুক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. বোরহান উদ্দীন, জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক প্রভাতি রানী, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল, মেঘনা পেট্রোলিয়াম লিঃ এর ইনচার্জ কাজী রবিউল আলম, পেট্রোল পাম্প মালিক গ্রুপের সভাপতি এটিএম হাবিবুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আইএসও পুরো পৃথিবীর প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে একটি মান নির্ধারণ করে। অন্যদিকে, বিএসটিআইকে আবহাওয়া, ক্রেতাসহ এ দেশের অনেক কিছু বিচার করে কাজ করতে হয়। বর্তমানে পণ্যের মান নিশ্চিত করা বাধ্যতামূলক। তবে বাধ্যতামূলক পণ্যের বাইরে অন্য পণ্যের গুণগত মান সঠিক কি-না, তা-ও যাচাই করে বিএসটিআই। কেউ চাইলেই শুধু এ সেবা দেয় বিএসটিআই। রাষ্ট্রায়ত্ত মান সংস্থা বিএসটিআই পণ্যের মান নির্ধারণ ও নিশ্চিত করার কাজ করছে। মানহীন খাদ্যপণ্য নিয়ে আতঙ্কে থাকছেন ক্রেতারা। তাই ভেজালহীন পণ্য যেন ভোক্তার হাতে পৌঁছে দেওয়া হয়, তা নিয়েই আমাদের সকলের কাজ করা উচিত।

বক্তারা আরও বলেন, এটি ভাবার কারণ নেই যে, দেশীয় পণ্যে আইএসও মান অনুসরণ করা হয় না। দেশীয় অনেক পণ্যের আইএসও মান অনুসরণ করা হয়। আমাদের আহ্বান থাকবে ব্যবসায়ীরা যেন গুণগত মানের ক্ষেত্রে প্রাধান্য দেয়। গুণগত মান প্রাধান্য দেওয়ার পাশাপাশি দেশি ভোক্তারাসহ বিদেশি ভোক্তাদের কথাও ভাবতে হবে। অর্থাৎ রপ্তানির কথা মাথায় রেখে ব্যবসায়ীদের পণ্য উৎপাদন করতে হবে। তাহলেই আজকের এই বিশ্ব মান দিবস সার্থক হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডেঙ্গুতে সারাদেশে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ১০২৯

কুষ্টিয়ায় ২৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নাসিরনগরে আওয়ামীলীগ মনোনীত ১৩ ইউপি চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সংস্কার ও বিচার ছাড়া কোনো নির্বাচন নয় : জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমান

দেশে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ২১২, নতুন শনাক্ত ১১,৩২৪

কেএমপি’র অভিযানে মাদকসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

হোমনায় ইয়াবাসহ চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

হোমনায় ইয়াবাসহ চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নানা ঝড়-ঝঞ্ঝায় পালিয়ে যাই নি, আগামীতেও দেশে থাকব : রিজওয়ানা হাসান

আনোয়ারায় বিএনপি-পুলিশ সং’ঘর্ষে ওসিসহ আহত-৫

খুলনায় সম্প্রীতি ফোরাম ও দলিতের আয়োজনে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত