crimepatrol24
১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:৪৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিঘলিয়ার পথের বাজারে ১০ দোকান ভা’ঙ্চুর, আটক ৬

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২১, ২০২৪ ৭:৫২ অপরাহ্ণ

এস.এম.শামীম দিঘলিয়া, খুলনা প্রতিনিধি:
দিঘলিয়ার ঐতিহ্যবাহী পথের বাজারে জমিজমা নিয়ে পূর্ব  কলহের জের ধরে ২০ অক্টোবর  সকাল  সাড়ে  ৯ টার দিকে একদল দু’ষ্কৃতকারী  বাজারের ১০ টি দোকান  ভাঙ্চুর করে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে নৌবাহিনীর  টহল টিমের  সদস্যরা ঘটনাস্থল পৌঁছে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে  এবং ৬ জনকে গ্রেপ্তার করে। পরে  নৌবাহিনীর  টিম আটক ৬ জনকে দিঘলিয়া থানায় হস্তান্তর করে।

দিঘলিয়া থানায় মামলার  বিবরণে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিষয়ে পূর্ব কলহের জের ধরে এ ঘটনা ঘটে।  সেনহাটি ইউনিয়ন এর হাজিগ্রাম  এলাকার বাসিন্দা  আ: ওহাব শেখ, জুয়েল শেখ ও সোহাগ শেখ এর  নেতৃত্বে ৪০/৫০ জন দেশীয় অ’স্ত্র, রা’মদা, চা’ইনিজ কু’ড়াল, শাবল ও লা’ঠিসোটা নিয়ে ১০ টি দোকান ভাঙ্চুর ও দোকানের মালামালের ক্ষতিসাধন করে। এসময় দোকান মালিকগণ বাধা দিতে গেলে তাদেরকে গা’লিগালাজ করে ও প্রা’ণনাশের হু’মকি প্রদর্শন করে । এ ঘটনায় আটক ৬ জন  হলো ১.  আ:ওহাব শেখ (৬০), ২. জুয়েল শেখ (৩৩) ৩. সেলিম শেখ (২৬) ৪.  সোহাগ শেখ (৩৫) ৫.  কবির শেখ (২২ ) এবং ৬. এনামুল শেখ  (৪০)।  এ ঘটনায় আব্দুল  আহাদ শেখ (২৮) বাদি হয়ে  দিঘলিয়া থানায় নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০/২৫ জন কে আসামী  করে ১৪৩/৩২৩/৩৫৪/ ৪২৭/ ৩৮০/৫০৬/১১৪/ধারায়  একটি মামলা দায়ের করেন মামলা নং- ০৫  তাং-২০/১০/ ২৪ ইং।

Share This News:

সর্বশেষ - জাতীয়