কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি:>>
কুমিল্লার দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের আলহাজ্ব কে.কে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন ইঞ্জিনিয়ার জুয়েল রানা।
আজ ৮ মার্চ মঙ্গলবার দুপুরে এক সভায় সকল সদস্যের উপস্থিতিতে অভিভাবক সদস্য আবদুল কাদিরের প্রস্তাবে এবং মিজানুর রহমান সরকারের সমর্থনে সর্বসম্মতিক্রমে ইঞ্জিনিয়ার জুয়েল রানা কে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে জুয়েল রানা বলেন, সকলের সহযোগিতা ও আন্তরিকতায় আমি মুগ্ধ। স্কুলের সার্বিক উন্নয়নে সকলকে নিয়েই আমি কাজ করবো ইনশাআল্লাহ। আমি সকলের দোয়া ও সহযোগিতা চাই।
এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম জাহাঙ্গীর আলম বলেন, অত্যন্ত আন্তরিক পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সদ্য নির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার জুয়েল রানা কে আমি অভিনন্দন জানাই এবং তার সফলতা কামনা করছি। আশা করি, তিনি স্কুলের সার্বিক উন্নয়নে একটা ভালো ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, গত ৫ মার্চ ২০২২ তারিখে স্কুল ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়।