কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি:>>
কুমিল্লার দাউদকান্দিতে বাংলাদেশ ইন্সটিটিউট অব এডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট (বিয়াম) পরিচালিত “বিয়াম ল্যাবোরেটরী স্কুল দাউদকান্দি” এবং বেদে পল্লীতে প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল দু’টি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমন(অব.), দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা এবং উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম।
কুমিল্লার ১৭ টি উপজেলার মধ্যে একমাত্র দাউদকান্দিতেই প্রথম বিয়াম স্কুল উদ্বোধন করা হলো।
উদ্বোধন শেষে প্রধান অতিথি মোহাম্মদ কামরুল হাসান বলেন, অত্র এলাকায় শিক্ষা প্রসারে এই স্কুলটি একটা বিরাট ভূমিকা রাখবে। আমি ছাত্র হিসেবে ভালোই ছিলাম কিন্তু বিয়াম স্কুলে পড়ার আমার সুযোগ হয়নি।
ছাত্র-ছাত্রীদের মনোযোগ দিয়ে পড়াশোনার আহ্বান জানিয়ে তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের সন্তানদের প্রতি অধিক যত্নবান হবেন। কারণ তারাই আপনাদের ভবিষ্যৎ। সন্তানদেরকে কোনক্রমেই বাল্যবিবাহ দিয়ে তাদের জীবনটাকে নষ্ট করে দিবেন না।
পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়ের জন্য স্কুল উদ্বোধন হওয়ায় এলাকায় চলছে আনন্দ উৎসব। বাদ্যযন্ত্র বাজিয়ে তাদেরকে নাচ-গানে মেতে উঠতে দেখা গেছে।।