কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মদিনাতুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে দুই শিক্ষককে নকল সরবরাহে জড়িত থাকার অভিযোগে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ৷
আটকরা হলেন,দাউদকান্দি উপজেলার কাউয়াদী সিনিয়র মাদ্রাসার আরবি শিক্ষক ও চান্দিনা উপজেলার কইকরিয়া গ্রামের মৃত আলী আশরাফের ছেলে মাওলানা শাহজালাল(৪৩) ও একই উপজেলার জিরোআইলা গ্রামের সিরাজুল হকের ছেলে মাওলানা সানাউল্লাহ(৪৩)
বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা৷
রবিবার(৩০ এপ্রিল)সকালে সারাদেশের ন্যায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি সমমান ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়৷ এ সময় উপজেলার মদিনাতুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে দুই শিক্ষককে নকল সরবরাহে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. মহিনুল হাসান ওই মাদ্রাসার পাশে এতিমদের লিল্লাহ বোর্ডিং এর ছাত্রবাসের একটি কক্ষ থেকে নকল সরবরাহের সময় তাদের আটক করে মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন৷
এ ব্যাপারে দুই শিক্ষককে অভিযুক্ত করে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান ওসি মুহাম্মদ আলমগীর ভূইয়া।।