কামরুল হক চৌধুরী বিশেষ প্রতিনিধি>>
র্যালি, আলোচনাসভা, দোয়ামাহফিল ও কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার বিকেলে কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিকলীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
দাউদকান্দি রাসেল স্কোয়ারেকুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি রকিব উদ্দিন রকিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী লীল মিয়া, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শের-ই-আলম। আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন, কুমিল্লা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু বাসুদেব ঘোষ, দাউদকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেবুন্নেসা জেবু, দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, যুবলীগ নেতা হেলাল মাহমুদ এবং সাংবাদিক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, দাউদকান্দি উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন।