মোঃ তৌফিকুল ইসলাম,তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ-
‘গাছ লাগান, জীবন বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে জাহাপুর কে,কে একাডেমি এন্ড কলেজ স্মৃতির আঙ্গিনা এসএসসি-২০১৩ ব্যাচ আয়োজনে – কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা জাহাপুর গ্রামে ও তিতাস উপজেলা কলাকান্দি ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আঙ্গিনায় ফলজ,বনজ,ঔষধি বৃক্ষরোপন করা হয়।
জলবায়ুর পরিবর্তন ও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির বিরুপ প্রতিক্রিয়া মোকাবেলার পাশাপাশি সবুজ অরণ্য গড়ে তোলার লক্ষ্যে জনগণকে বৃক্ষরোপনে উদ্বুদ্ধ করে তুলতে স্মৃতির আঙ্গিনা এই প্রচারাভিযানের আয়োজন করেছে। প্রচারাভিযানে দেশীয় প্রজাতির বিভিন্ন রকমের ফলজ, বনজ ও ওষধি বৃক্ষের চারার পাশাপাশি বজ্রপাত নিরোধক বিভিন্ন বৃক্ষের চারা রোপন করা হয়েছে।
বৃক্ষ রোপন অভিযানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাপুর কে কে একাডেমি এন্ড কলেজ অধ্যক্ষ আবদুল হক পাটোয়ারী, জাহাপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, জাহাপুর গ্রামের মেম্বার মোঃ মোজাফফর হোসেন, জাহাপুর গর্ভনিং বডি সদস্য মোঃ আক্তার হোসেন ও জাহাপুর গ্রামের সুসন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম উদ্দিন, চাইল্ড হেভেন কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা অঞ্জন কুমার বায়, জাহাপুর ইফতেদিয়া হাফেজিয়া মাদ্রাসা পরিচালক প্রফেসর মোঃ আক্তার হোসেন, কালাচাঁকান্দি দাখিল হাফেজিয়া মাদ্রাসা প্রধান শিক্ষক মাওলানা দেলোয়ার হোসেন,কলাকান্দি নূরে মোহাম্মদ হাফেজিয়া মাদ্রাসা সভাপতি মোঃনজরুল ইসলাম,কিডস কেয়ার মাল্টিমিডিয়া স্কুলের প্রধান শিক্ষক মোঃ অলি উল্লাহ, রোদেলা ডিজিটাল স্কুল প্রধান শিক্ষক মোসাঃ মাহমুদা আক্তার প্রমুখ।
সার্বিক সহযোগীতায় :- স্মৃতির আঙ্গিনা এসএসসি-২০১৩ ব্যাচ
( জাহাপুর কে কে একাডেমি এন্ড কলেজ)
Sent from vivo smartphone