তৌফিকুল ইসলাম, তিতাস(কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা তিতাস উপজেলার মাছিমপুর বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় মাছিমপুর বাজার রেনু মিয়া সরকার মার্কেটের ২য় তলায় এই ব্যাংকের উদ্বোধন করা হয়।
ব্যাংকের এজেন্ট মোতালিব মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল-আরাফাহ্ ব্যাংক লিঃ এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং আবেদ আহাম্মদ খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল-আরাফাহ্ ব্যাংক লিঃ এর ফার্স্ট এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো.সাখাওয়াত হোসেন,শাখা ব্যাবস্থাপক ও ফার্স্ট এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. হানিফ মিয়া। এসময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহব্বায়ক ও বলরামপুর ইউপি চেয়ারম্যান মো.নূর নবী, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন,তিতাস থানা এস আই মধুসূদন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃছবির হোসেন, সমাজ সেবক মো. রেনু মিয়া ভান্ডারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।