ক্রাইম পেট্রোল ডেস্ক :
কুমিল্লার তিতাস উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর,২০১৯ খ্রি.) বিকালে উপজেলার বাতাকান্দি সরকার সাহেব আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উপস্থিতিতে শিক্ষার্থীদের হাতে এ ক্রীড়াসামগ্রী তুলে দেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের এমপি সেলিমা আহামাদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সদস্য তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূঁইয়া চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মো. নুর নবী চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ আহমেদ ফকির, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. আজহার খাঁন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মো. ওমর ফারুক, উপজেলা যুবলীগ নেতা মো. মোফাজ্জল হোসেন সুমন, মো. হুমায়ন কবির জুয়েল, উপজেলা ছাত্র লীগের সভাপতি মো. তফাজ্জল হোসেন সাদ্দাম, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মেহরাব হোসেন সায়মন, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, সহ-সভাপতি মো. সারওয়ার হোসেন, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক গাজী মো. সোহেল রানা, উপজেলা শ্রমিকলীগ নেতা মো. এনামুল হক টিপু, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. পরশ সরকার, মো. আবির হোসেন প্রমুখ।