
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
মহামারী করোনা ভাইরাসের প্রভাবে নীলফামারীর ডোমার ও ডিমলা এলাকার কর্মহীন খেটে খাওয়া প্রায় চার হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (কল্যাণ ও পুর্নবাসন) ও বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক সরকার ফারহানা আখতার সুমী।
গত শুক্রবার ও শনিবার সামাজিক দূরত্ব বজায় রেখে নীলফামারী-১ আসনের (ডোমার -ডিমলা) পথে -প্রান্তরে বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সহায়তা করছেন এই নেত্রী ।
সুমী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে অসহায় মানুষের পাশে তিনি ব্যক্তিগত উদ্যোগে তার পরিবারএবং এলাকার আ’লীগের নেতাদের সঙ্গে নিয়ে এই খাদ্য সহায়তা প্রদান করেন। শুক্রবার ডিমলা উপজেলায় বিভিন্ন স্থানে বিতরণ শুরু করে অসহায় পরিবারের পাশে দাঁড়াই। শনিবার ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ৩৪টি লকডাউন পরিবার, কেতকীবাড়ী, গোমনাতী, পাঙ্গা মটুকপুর ইউনিয়নে বিতরণ করলাম। ডোমার সদর দিয়ে ডিমলার খালিশা চাপানীসহ বিভিন্ন স্থানে চার হাজার পরিবারকে পর্যায়ক্রমে সহায়তা করব। তার ওই সহায়তার মধ্যে রয়েছে চাল, ডাল, আলু ও সাবান।
সুমী নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী’র কন্যা। তার বাবা ১৯৭১ সালে ৬ নম্বর সেক্টরের কোম্পানি কমান্ডার হিসেবে যুদ্ধ করেছিলেন।