
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের কারণে সৃষ্ট মহামারীকালীন অবস্থা মোকাবেলায় দিন রাত কাজ করছে ২যুবক। ডোমার জোড়াবাড়ীতে স্বাস্থ্য সহকারী আনজারুল হক মিলন ও জিকরুল হক সম্রাটের সচেতনতামূলক প্রচারণা।
দীর্ঘ ১৫দিন ধরে জোড়াবাড়ী ইউনিয়নসহ আমবাড়ী, গোমনাতীর এলাকার হাট বাজারে ও পাড়ায় মহল্লায় হ্যান্ড মাইক নিয়ে সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে তারা। পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে প্রবেশকারী ব্যক্তিদের তালিকা তৈরি করে তাদের বাড়ি বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সহযোগিতা করে আসছে। নিজ উদ্যোগে তাদের এ ধরনের উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। তাদের সাথে থেকে সহায়তা করছেন গ্রাম পুলিশের দফাদার রবিউল ইসলাম ও সকল গ্রাম পুলিশগণ।
স্বাস্থ্য সহকারী আনজারুল হক মিলন বলেন, এলাকায় হোম কোয়ারেন্টাইন, সামাজিক দূরত্ব বজায়সহ সকল মানুষকে নিজ বাড়িতে রাখতে আমরা জীবনের ঝুঁকি নিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। তবে দুঃখের বিষয় ইউপি প্রশাসন কোন প্রকার সহযোগিতা করছে না আমাদের। নিজ অর্থায়নে কার্যক্রম পরিচালনা করে আসছি। নিজ এলাকা করোনামুক্ত রাখতে আমাদের এ প্রচষ্টা অব্যাহত থাকবে।