আনিছুর রহমান মানিক ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে হাসান আলী ও আব্দুল আজিজ নামে ২ চো-র-কে আটক করেছে থানা পুলিশ। রোববার দুপুরে উপজেলার মটুকপুর ইউনিয়নের চামারপাড়া মন্দির এলাকা থেকে তাদের আটক করা হয়। হাসান আলী (২৩) নীলফামারী সদর উপজেলা সোনারায় ইউনিয়নের কাচারীপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে ও আব্দুল আজিজ (৩৩) একই ইউনিয়নের সাহাপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে।
জানা যায়, উক্ত এলাকার গ্রামীণ ব্যাংক সংলগ্ন মার্কেটে ওইদিন দুপুর পার্শ্বে আব্দুর রহিমের ভাঙ্গারীর দোকান থেকে হতে ড্রয়ারের তালা ভে-ঙ্গে ১ লাখ ৭০হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এসময় দোকানের মালিক আব্দুর রহিম চিৎকার করলে চো-রে-রা তাদের সঙ্গে থাকা মোটরসাইকেলযোগে জলঢাকা থানাধীন ডাঙ্গার হাট অভিমুখে পালাতে থাকে।এরই মধ্যে দোকানের মালিক তার মামাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে চো-র-দে-র ধাওয়া করতে থাকে এবং ডাঙ্গার হাটে তার আত্মীয়কে বিষয়টি মোবাইল ফোনে অবগত করেন। তার আত্মীয়রা বিষয়টি জানার পরে রাস্তায় ব্যারিকেড দেন। চো-রে-রা তা বুঝতে পেরে পার্শ্ববতী কাঁচা রাস্তায় গাড়িটি নিয়ে পালানোর সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই চোর ছিটকে পড়ে আহত হয়। পরে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়।
ডোমার থানার এসআই ওসমান গণি ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ডোমার থানায় নিয়ে আসে। এসআই ওসমান গণি তাৎক্ষণিকভাবে তাদের দেহ তল্লাশি করে ১শত টাকার একটি বান্ডিল, ১টি স্কু-ড্রাইভার ও ২টি মোবাইল ফোন উদ্ধার করে। দোকান মালিক আব্দুর রহিম বাদী হয়ে তাদের বিরুদ্ধে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন।
এবিষয়ে ডোমার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে আগামীকাল জেলা বিঞ্জ আদালতে প্রেরণ করা হবে। তিনি আরও বলেন, গত শুক্রবার দুপুরে ডোমার ডিবি রোর্ডে প্রমি মটরস দোকানের তালা ভেঙে দোকানের ক্যাশ থেকে ৪২ হাজার ১শত টাকা নিয়ে পালিয়ে যায়, তবে আমরা ধারণা করছি যে প্রমি মটরস চু-রি-র সাথে তাদেরও হাত রয়েছে। তাই আমরা তাদের বিরুদ্ধে আদালতে রিমান্ড চাইবো, তাহলেই সকল তথ্য বেরিয়ে আসবে।