আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও সজীব ওয়াজেদ জয় এর ৫০ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল, বৃক্ষরোপণ কর্মসূচি ও মাস্ক বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭জুলাই) বেলা ১২টায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ডোমার ডাক বাংলো মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদের সঞ্চালনায় উপজেলা কৃষক লীগের সভাপতি হাবিবুর হক দুলাল, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনু, সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ রশিদুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বানেশ্বর রায়, জাবেদুল ইসলাম সানবীম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল উদ্দিন, প্রদীপ কুমার রায়,ক্ষুদিরাম রায় প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনার শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর ৫০তম জন্মদিন উপলক্ষে বিশেষ মোনাজাত করা হয়। শেষে দলীয় নেতা -কর্মীদের মাঝে মাস্ক বিতরণ করে ডাক বাংলো চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।