
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আনিছুর রহমান মানিকের বোন আলেয়া বেগমের জানাজা সম্পন্ন হয়েছে।
তার মৃত্যুতে এলাকার রাজনৈতিক অঙ্গন, শিক্ষক ও সাংবাদিক মহলসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। তিনি শুক্রবার (২৭ফেব্রুয়ারি) ভোর ৫টায় রংপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া……..রাজিউন। আজ শুক্রবার বাদ জুম্মা ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে তার স্বামীর কবরের পার্শ্বে দাফন করা হয়। মরহুমার জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিক ছাড়াও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। আলেয়া বেগম ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ময়নুল হক মাস্টারের স্ত্রী ও খগাখড়িবাড়ী বিএম কলেজের প্রভাষক আতিদুল হক বাচ্চুর মাতা।
মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর। তিনি ৪কন্যা, ১ছেলে, ৬জন নাতী -নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।