
আনিছুর রহমান মানিক , ডোমার, নীলফামারী :
ডোমারে শীতকালীন সব্জিতে ভরে গেছে পৌর কাঁচা বাজার। পাইকাররা এসে সব্জি কিনে ট্রাকভর্তি করে দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যাচ্ছে। নীলফামারী জেলার অন্যতম এ কাঁচা বাজার ডোমার পৌর কাঁচা বাজার। বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় বেগুন,মূলা,শিম,বরবটি,বাঁধাকপি,ফুলকপি,গাঁজর,পালংশাক,টমেটো ইত্যাদি সব্জির ফলন ভাল হয়েছে, দাম ভাল পাওয়ায় কৃষকরাও খুশি।
সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, এ বাজার থেকে দেবিগঞ্জ, বোদা, হাতিবান্ধা, পাটগ্রাম, বড়খাতাসহ বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে তাদের প্রয়োজনীয় কাঁচামাল কিনে নিয়ে যায়। প্রায় ৩৫টি আড়তের মাধ্যমে প্রতিদিন সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত চলে কেনাবেচা। এখানে দৈনিক প্রায় এক হাজার মন কাঁচামাল কেনা- বেচা হয়। এ বাজারকে ঘিরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় এক হাজার লোকের জীবীকা নির্বাহ হচ্ছে।
দেবিগঞ্জ উপজেলার দারহাট আবাসন দেবিডুবার সব্জি চাষী জয়নাল জানান, আমি এক বিঘা জমিতে বাঁধাকপি লাগিয়েছি ফলন ভালো হওয়ায় ১লক্ষ টাকার বেশি লাভ করেছি।
দেবিগঞ্জ উপজেলার সোনাহার গজপুরি মুন্সিপাড়া গ্রামের কৃষক আব্দুস সালাম বলেন, এক বিঘা জমিতে পিঁয়াজ লাগিয়ে আগাম তুলে নিয়েছি এতে প্রায় ১লক্ষ টাকা লাভ হয়েছে।
ডোমার কাঁচা বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি এনতাজুল হক জানান, এ বাজারের কৃষকদের কাছ থেকে কম কমিশন নেয়ায় এবং লেনদেনে কোন ঝামেলা না থাকায় দিন দিন এ বাজারের সু-খ্যাতি বৃদ্ধি পাচ্ছে ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাফর ইকবাল বলেন, সব্জি চাষের লক্ষ্য মাত্রা ৯৬৫ হেক্টর জমি, অর্জিত হয়েছে ৮৫০ হেক্টর। এ বছর আবহাওয়া ভাল থাকায় শীতকালীন উৎপাদন ভাল হয়েছে।