
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ডোমার উপজেলা শাখার বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭সেপ্টেম্বর) বিকেলে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ডোমার উপজেলা শাখার আহবায়ক আমিনুল ইসলাম রিমুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা যুবলীগের সভাপতি অ্যাড. রমেন্দ্র বর্ধন বাপ্পি। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, বিশেষ অতিথি ডোমার উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মনজিলুর রহমান মঞ্জু, সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এমদাদুল হক মাসুম, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক রফিকুজ্জামান রুবেল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জীবন, ভোগডাবুড়ী ইউনিয়ন যুবলীগ সভাপতি রাসেল প্রধান, জোড়াবাড়ী ইউনিয়ন যুবলীগ সভাপতি রমজান আলী, হরীণচড়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আবদুল মজিদ, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রাসেল, যুবনেতা রিফাত হোসেন সৌরভ প্রমুখ বক্তব্য রাখেন।