crimepatrol24
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৪:০২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

ডোমারে পাওনা টাকা চাইতে গিয়ে স’ন্ত্রাসীদের হা’মলায় হোটেল মালিক আহত,থানায় অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৫, ২০২৩ ৯:৩৫ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে হোটেলের পাওনা টাকা চাইতে গিয়ে স’ন্ত্রাসীদের হা’মলায় হোটেলের মালিক গু’রুতর আ’হত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ডোমার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী হোটেল মালিক মনোয়ার হোসেন।
ঘটনাটি ঘটেছে, উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নের বোর্ড বাজার এলাকায়।

থানা অভিযোগ সূত্রে জানা যায়, কেতকীবাড়ী ইউনিয়নের দক্ষিণ কেতকীবাড়ী খালপাড়া এলাকার আব্দুর রউফ এর ছেলে মনোয়ার হোসেন (৩২)। তিনি বোড বাজার এলাকায় তহশীল অফিস সংলগ্ন হোটেল ব্যবসা করেন।  তার হোটেলে বিভিন্ন সময় লাবু হাসান তার সহযোগীদের নিয়ে চা নাস্তা খেয়ে এবং হোটেলের অন্যান্য মালামাল বাকিতে ক্রয় করে নিয়ে যায়। এতে লাবু হাসানের কাছে পাওনা টাকার পরিমান দাঁড়ায় সাড়ে সাত হাজার টাকা। সেই পাওনা টাকা লাবুর কাছে চাইতে গেলে সে বিভিন্ন সময় আজ কাল করে টালবাহানা করতে থাকে।  ঘটনার দিন ০৩/০৫/২৩ইং তারিখ সকাল ১০টায় মনোয়ারের দোকানের সামনে লাবুসহ তার সহযোগীরা এলে মনোয়ার লাবুর কাছে তার দোকানের পাওনা টাকা চাইতে গেলে লাবু মনোয়ারের উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ বিভিন্ন প্রকার ভ’য়ভীতি ও হু’মকি প্রদর্শন করে। ঘটনার জের ধরে একইদিন সন্ধ্যায় বোর্ড বাজার আব্দুল মালেকের পান সুপারির দোকানের সামনে মনোয়ারকে দেখতে পেয়ে আবারো গা’লিগালাজ করতে থাকে। মনোয়ার তার প্রতিবাদ করলে লাবুসহ তার সহযোগী আব্দুল হাকিম এবং লিজু ইসলাম ক্ষিপ্ত হয়ে মনোয়ার কে স’ন্ত্রাসীরা বেধরক মা’রপিট করে। এক পর্যায়ে মনোয়ারের পরিহিত গেঞ্জির পকেটে থাকা ব্যবসার ২৮ হাজার টাকা জোরপূর্বক বের করে নেয় বলে অভিযোগ উঠেছে। স’ন্ত্রাসীদের আ’ঘাতে মনোয়ার মাটিতে পড়ে গেলে বাজারের লোকজন গু’রুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে মনোয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মুল হোতা লাবু কেতকীবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে।  ছাত্রলীগের দা’পট খাটিয়ে  লাবু হাসান ও তার সহযোগীরা প্রায় সময় এধরণের কর্মকান্ড চালায় বলে অনেকে অভিযোগ করেন। এ ঘটনায় মনোয়ার হোসেন বাদী হয়ে লাবুসহ আরও ২ জনের নাম উল্লেখ করে ডোমার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী হুসেন আলী এবং সাবু ইসলাম বলেন, ‘মনোয়ার লাবুর কাছে সাড়ে সাত হাজার টাকা পায়। সেই টাকা চাইতে গেলে লাবু মনোয়ারকে মা’রধর করে।’

আব্দুল মজিদ জানায়, ‘আমার দোকানে মনোয়ার ভাই আসছিল, কিছুক্ষণ পর দেখি মনোয়ার ভাইকে মা’রধর শুরু করেছে লাবু এবং লাবুর সাথে আরও তিনজন ছিল। আ’হত অবস্থায় আমরা তাকে উদ্ধার করি।

এবিষয়ে মুঠোফোনে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লাবু হাসানের সাথে কথা হলে তিনি মনোয়ারকে মা’রধরের বিষয়টি স্বীকার করে বলেন, ‘মনোয়ার আমার দোকানে হা’মলা করে ২ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময়  আমি তাকে ধরে ১ লক্ষ টাকা উদ্ধার করি।’

মনোয়ারের দোকানের পাওনা সাড়ে সাত হাজার টাকার বিষয়টি তিনি অস্বীকার করেন।

এবিষয়ে ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন-নবী বলেন, ‘অভিযোগ পেয়েছি। সরেজমিনে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Share This News:

সর্বশেষ - লাইফ স্টাইল

আপনার জন্য নির্বাচিত