আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে মাংস বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শুক্রবার (২আগস্ট) দুপুরে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা পীর সাহেবের হাটে অভিযান চালিয়ে মোঃ শাহিন (৩২) নামে এক মাংস বিক্রেতাকে আটক করে। এ সময় ডোমার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ফাতিমা ও ডোমার থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাংস বিক্রেতা শাহীনকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারায় ৫হাজার টাকা জরিমানা করে।
পুলিশ জানান, শাহিন একটি আঘাত প্রাপ্ত অসুস্থ গরু জবাই করে সেই মাংস বাজারে বিক্রি করা শুরু করে। এ সময় এলাকাবাসী সংবাদ দিলে নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা থানা পুলিশ সাথে নিয়ে বাজারে গিয়ে শাহীনকে আটক করে এবং মাংসগুলো জব্দ করে মাটিতে পুতে রাখে। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। মাংস বিক্রেতা শাহিন ওই এলাকার আখি মুদ্দিনের ছেলে বলে জানা যায়।