
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে নিজ বাড়ির সীমানায় ঘর উঠানোকে কেন্দ্র করে বৃদ্ধসহ এক মহিলা গুরুতর আহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে, উপজেলার গোমনাতী ইউনিয়নের উত্তর আমবাড়ী মাঝাপাড়া গ্রামে।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত গ্রামের নুরল ইসলামের ছেলে হাসান শরীফের সাথে প্রতিবেশী মৃত হয়রদ্দিনের ছেলে শহিদুল্লার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন ২৫ নভেম্বর সকাল ১০টায় হাসান শরীফ তার সীমানার পাকা ঘরে টিন লাগাতে গেলে শহিদুল্লাহ ও তার ছেলে রাজু, জাকারিয়া কাজে বাধা দেয়। যার কারণে এক পর্যায়ে শহিদুল্লাহ তার দলবল মিলে দেশিয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষদের বেধরক মারপিট করে। তাদের আঘাতে হাসান শরীফের বৃদ্ধ পিতা নুরল ইসলাম (৭৭) ও স্ত্রী আর্জিনা বেগম (৩২) গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে ওই রাতে হাসান শরীফ বাদী হয়ে বিবাদীগণের বিরুদ্ধে ডোমার থানায় অভিযোগ দায়ের করেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, থানায় অভিযোগ দিয়েছে, এএসআই গোলাম মোস্তফাকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।