![](https://crimepatrol24.com/wp-content/uploads/IMG_20190928_124133-1024x683.jpg)
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বন্ধন জেনেটিকস্ লিমিটেড (বন্ধন সীডস্)’র বার্ষিক ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় ডোমার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, বন্ধন জেনেটিকস্ লিমিটেড (বন্ধন সীডস্)’র ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসেন। কোম্পানীর সেলস্ এন্ড মার্কেটিং ম্যানেজার অদ্বৈত রায়ের সঞ্চালনায় অতিথি হিসাবে, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ডিলার আব্দুল লতিফ সুজন, আওলাদ হোসেন, মাজাহারুল ইসলাম বাবু, সিনিয়র মার্কেটিং অফিসার বিলাশ চন্দ্র চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে কোম্পানীর সফল ডিলার হিসেবে মেসার্স মুন আপন ট্রেডার্সের মাজাহারুল ইসলাম বাবু, মেসার্স রিয়াজুল ট্রেডার্সের মুকুল, মেসার্স লাফা ট্রেডার্সের বজলুর রহমান, মেসার্স সিজান এন্ড তাবিত এন্টারপ্রাইজের মোস্তাকিম বিল্লা, মেসার্স ফুয়াত সার ঘরের সত্ত্বাধিকারী আওলাদ হোসেনকে পুরস্কার প্রদান করা হয়।
কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসেন বলেন, তাদের কোম্পানীর রূপসী বাংলা-৪ হাইব্রিড ধান, নবাব করলা, হাইব্রিড ভুট্টা বীজ বন্ধন-৯০৯১, বরকত-৯০২০, যোদ্ধাসহ ঢেঁড়শ, মিষ্টি কুমড়া, লাউ, টমেটো, বেগুন ফুলকপি মিলে প্রায় ৯৭টি প্রোডাক্ট তারা বাজারজাত করে দেশে ও বিদেশে সফলতার সাথে ব্যবসা করে ব্যপক সারা জাগিয়েছেন। কোম্পানীর সুনাম ধরে রাখতে সকল ডিলারগণের সহযোগিতা কামনা করেন তিনি।