
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের কারণে সৃষ্ট মহামারীকালীন অবস্থা মোকাবেলায় নীলফামারীর ডোমারে প্রতিবন্ধী, দলিত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন রংপুর মেট্রো পলিটন রোটারী ক্লাব।
বুধবার (২২এপ্রিল) বিকালে রোটারিয়ান তৌহিদা জ্যোতির নেতৃত্বে মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্যদ্রব্যের মধ্যে প্রতি পরিবারকে একটি ব্যাগে চাল, আলু, সয়াবিন তেল, মশুর ডাল, সাবান ও ডিটারজেন্ট পাউডার প্রদান করা হয়। বিতরণকালে গোমনাতী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক কবি ও ছড়াকার মোস্তফা ফিরোজ প্রধান, গিটারিস্ট জাকির হোসেন হিটলারসহ গণ্যমাণ্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
নারী নেত্রী ও রোটারিয়ান তৌহিদা জ্যোতি জানান, দেশে করোনা ভাইরাসের প্রভাবে মানুষ দিশেহারা। দোকান পাট, কাজ বন্ধ হয়ে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এমন সময় কিছু মধ্যবিত্ত পরিবার আছে যারা কোথাও যেতে পারে না। এমন কিছু পরিবার বাছাই করে আজ মোট ৫০জনকে এ সহায়তা প্রদান করা হলো। আগামীতে আবারো সহায়তা করার পরিকল্পনা রয়েছে।