আনু সভাপতি, মোজাফ্ফর সম্পাদক
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আনিছুর রহমান আনু সভাপতি, মোজাফ্ফর আলী সম্পাদক ও আজাবুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
শনিবার (২৮সেপ্টেম্বর) বেলা ১২ টায় ডোমার নাট্য সমিতি মঞ্চে পৌর বিএনপি’র আহবায়ক আনিছুর রহমান আনু’র সভাপতিত্বে, পৌর বিএনপি’র সদস্য সচিব মোজাফ্ফর আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নীলফামারী জেলা বিএনপি আহবায়ক আলমগীর সরকার, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব জহুরুল আলম। জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক অ্যাড. আল মাসুদ চৌধুরী, ডিমলা উপজেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ মনোয়ার হোসেন, জলঢাকা উপজেলা বিএনপি’র সদস্য সচিব আখতারুজ্জামান, সাবেক কেন্দ্রীয় ছাএদলের সদস্য রায়হানুল হক প্রধান ইউছুফ, ডোমার উপজেলা বিএনপি’র আহবায়ক রেয়াজুল ইসলাম কালু, সদস্য সচিব আখতারুজ্জামান সুমন, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আবু সায়েদ চৌধুরী লুলু, মমিনুর রহমান, মামুনুর রশিদ মামুন, মিজানুর রহমান তুলু, ওসমান গনি দুলাল, মাসুদ বিন আমিন সুমন, মোজাম্মেল হক মানিক, পৌর বিএনপি’র সাবেক সভাপতি রেজাউল করিম রাজু, উপজেলা যুবদলের সভাপতি ইফতেখারুল আলম তিতুমীর, ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন অর রশিদ বসুনিয়া সজিব প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্য দিয়ে প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠানের প্রধান অতিথি, নীলফামারী জেলা বিএনপি আহবায়ক আলমগীর সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডোমার পৌর শাখায় আনিছুর রহমান আনুকে সভাপতি, মোজাফ্ফর আলীকে সাধারণ সম্পাদক ও আজাবুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।