
ডোমার ,(নীলফামারী) প্রতিনিধি :
বিভিন্ন কর্মসুচির মধ্য দিনে নীলফামারীর ডোমারে দীপ্ত টিভির ৪র্থ জন্মবার্ষিকী পালিত হয়েছে।
দীপ্ত টিভি দর্শক ফোরাম আয়োজিত সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় ডোমার প্রেসক্লাব চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। প্রেস ক্লাব সভাপতি মোজাফ্ফর আলীর সভাপতিত্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (কল্যাণ ও পূণর্বাসন) সরকার ফারহানা আক্তার সুমি জন্ম দিনের কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এসময় দীপ্ত টিভি দর্শক ফোরামের সভাপতি ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনু, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আকতারুজ্জামান সুমন পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনু, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা, ডোমার রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক আনিছুর রহমান মানিক, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ইয়াছিন মোহামামদ সিথুন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন সোহাগ। বক্তাগণ আগামী দিনে দীপ্ত টিভি দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করতে পারে এই সাফল্য কামনা করেন। এসময় বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।