আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে জেলা পুলিশের উদ্যোগে দুঃস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার (২২ডিসেম্বর) বিকালে থানা চত্বরে ডোমার থানা পুলিশ আয়োজিত অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন (পিপিএম)। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জয়ব্রত পাল, ওসি (তদন্ত) বিশ্বদেব রায় প্রমুখ বক্তব্য রাখেন। খুলনা বিশ্ববিদ্যালয় এফএমআরটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সৌজন্যে অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে ২শতাধিক কম্বল বিতরণ করা হয়।