
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে জামিরবাড়ী একরামিয়া আলিম মাদ্রাসার ছাদ ঢালাই অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচিত বে-সরকারি মাদ্রাসাসমুহে চারতলা একাডেমিক ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ২ কোটি ৯৩ লক্ষ ৪৪ হাজার ৯শত ৬১ টাকা প্রাক্কলিক মূল্য ধরা হয়েছে। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মনির এন্ড কোঃ নরসিংদী কাজটি করছে। মঙ্গলবার (১০ডিসেম্বর) সকাল ১০টায় ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়। এ সময় উক্ত মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসান মোহাম্মদ রেজাউল করিম, শিক্ষা অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ফরহাদ হোসেন, কোম্পানীর প্রতিনিধি প্রকৌশলী গোলাম মোস্তফা, প্রভাষক একরামুল হক বাদশা, আল হেলাল, রশিদুল ইসলাম, সহকারী শিক্ষক নুরুজ্জামান, কম্পিউটার শিক্ষক মোহেবুর রহমান, সাব ঠিকাদার সাইফুল ইসলাম, সুলতান আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। পানির লাইন ও বৈদ্যুতিক সংযোগসহ সুষ্ঠু ও গুনগত মানে কাজ সমাপ্ত করতে ৬মাস সময় লাগবে বলে ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জানান।