আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে চাকুরীর প্রলোভন দেখিয়ে ৩লক্ষ টাকা হাতিয়ে আতর আলী উধাও।
শেষে ১/২ বছর পেরিয়ে গেলেও চাকুরী প্রত্যাশীরা পাওনা টাকা ফেরত না পেয়ে উকিল নোটিশ দায়ের করেন।
অভিযোগ সুূত্রে জানা যায়, উপজেলার গোমনাতী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব আমবাড়ী গ্রামের শাহাজান আলীর কলেজ পড়ুয়া ছেলে জুয়েল ইসলামকে সরকারি চাকুরী পাইয়ে দেয়ার নাম করে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ ইউনিয়নের চর তিস্তা পাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে প্রতারক আতর আলী (৩১) তার মেয়ে হুমায় আরা বেগমকে (১৫) ঢাকায় এক বড় সরকারি কর্মকর্তার বাড়ীতে ৬/৭ বছর যাবত কাজ করার সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন এলাকার শিক্ষিত ও সহজ সরল বেকার ছেলেদের সরকারি চাকুরী দেয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে অনেককে সর্বশান্ত করেছে বলে অভিযোগ উঠেছে।
চাকরি প্রত্যাশীর পিতা শাহাজান আলী বলেন, আতর আলীর সাথে চাকুরীর জন্য ৫লক্ষ টাকা চুক্তি হয়। তাদের মধ্যে গত ২৫/০৯/২০১৭তারিখে ৩ লক্ষ টাকা প্রদান করি। তার ছেলে জুয়েলকে ইন্টারভিউ দেয়ার নাম করে বেশ কয়েক বার ঢাকা নিয়ে গিয়ে হাজার হাজার টাকা খরচ করায়। শেষে চাকুরী না হওয়ায় ২বছর পেরিয়ে গেলেও টাকা ফেরত দিতে টালবাহানা করে। এ বিষয়ে মামলা করবে বলে তারা জানান। সেই কারণে গত ১১/০৪/২০১৯ইং তারিখে নীলফামারী জেলা জজ কোর্টের অ্যাড. আনোয়ার হোসেনকে দিয়ে একটি উকিল নোটিশ পাঠায়।
তিনি জানান, ৭দিনে মধ্যে পাওনা টাকা না দিলে আতর আলীর বিরুদ্ধে আদালতে মামলা করবে। এ বিষয়ে প্রতারক আতর আলী বলেন, চেষ্টা করেছি চাকুরী হয়নি, টাকা ফেতে দিয়েছি আর অল্প কিছু পাবে।