
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে খাদ্য অধিদপ্তর পরিচালিত বিশেষ ওএমএস চাল বিক্রয় শুরু ক্রেতাদের উপচে পড়া ভিড়।
করোনা ভাইরাস সংক্রমণের কারণে পৌরসভা এলাকার কর্মহীন, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত খোলা বাজারে ১০ টাকা কেজি দরে ওএমএস ডিলারদের মাধ্যমে চাল বিক্রি শুরু হয়েছে। চাল বিক্রয় পরিদর্শন করছেন ইউএনও শাহিনা শবনম।।
মঙ্গলবার (৭এপ্রিল) সকাল ১০ টায় ডোমার বাজার পৌর এলাকার বাটার মোড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম বিক্রির উদ্বোধন করেন। এ সময় উপজেলা খাদ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। সোমবার বিকালে ডোমার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরে নীলফামারী সহকারী খাদ্য নিয়ন্ত্রক মাহমুদ হাসান এসে ডোমার পৌরসভার চার জন ডিলারদের সাথে সমন্বয় করে সপ্তাহে ৩দিন ওএমএস এর চাল বিক্রি করার নির্দেশ দেন এবং একজন ডিলার, ১ হাজার কেজি চাল ২শতাধিক কর্মহীন, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিক্রি করেন। চাল বিক্রয়ের সময় তদারকি করেন ডোমার থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।