
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে ইউনিসেফের কর্মকর্তাদের সাথে কিশোর- কিশোরী ক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিসেফের সহযোগিতায় রোববার (২২সেপ্টেম্বর) সকাল ১০টায় ডোমার সদর ইউনিয়ন ফেডারেশন হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন বাল্য বিবাহ বন্ধে কিশোর কিশোরীর ক্ষমতায়ন প্রকল্প, আরডিআরএস বাংলাদেশ। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
ডিরেক্টর ফিল্ড অপারেশন হুমায়ুন খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফের বাংলাদেশের প্রতিনিধি তমু হাজমি। বিশেষ অতিথি হিসেবে ইউনিসেফে রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান নাজিবুল্লাহ হামিম, রংপুর ও রাজশাহী বিভাগীয় চাইল্ড প্রটেকশন অফিসার জেসমিন বি হোসাইন, প্লানিং এন্ড মনিটরিং অফিসার সোনিয়া আফরিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প সমম্বয়কারী এটিএম সিদ্দিকুর রহমান। এ ছাড়াও এন্ডিং চাইল্ড ম্যারিজ থ্রো অ্যাডলেসন্টস ইমপাউয়ারমেন্ট প্রকল্পের উপজেলা সমম্বয়কারী কবির আলম, ইউনিয়ন ফ্যাসিলিটেটর ঠাকুর প্রসাদ রায় প্রমুখ বক্তব্য রাখেন। উক্ত সভায় সূর্যমূখী কিশোর- কিশোরী ক্লাবসহ অন্যান্য ক্লাবের শতাধিক কিশোর- কিশোরী এতে অংশগ্রহণ করেন। অতিথিগণ ক্লাবের সদস্যদের কর্মকান্ড, জীবন কাহিনী ও মান উন্নয়নের অগ্রগতি বিষয়ে আলোচনা করেন।