আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
‘প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২২ পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষষদ হলরুমে নারীর অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ(যুক্ত) প্রকল্প, মানবকল্যাণ পরিষদ (এমকেপি)র বাস্তবায়নে ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডোমার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন এরিয়া কো-অর্ডিনেটর, ইয়াসিন আলী, মানব কল্যান পরিষদ (যুক্ত) প্রকল্প।
শুরুতে র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে এক আলোচনা সভায় মিলিত হয় এবং তথ্য মেলার ১০ টি স্টলের উদ্বোধন করেন। শেষে মটুকপুর স্কুল এন্ড কলেজ ও সোনারায় মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তথ্য অধিকারই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের উপায় বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ও পুরস্কার বিতরণ করা হয়।