
চকরিয়া প্রতিনিধিঃ চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউপিস্হ ফাসিয়াঁখালী রেঞ্জের অধীন,ডুলাহাজারা বনবিটের জায়গায় পাকা দালান নির্মাণের হিড়িক চলছে।
সরেজমিনে গেলে দেখা যায়,ডুলাহাজারা ইউপির ১নং ওয়ার্ডের রিংভং সোয়াজানিয়া দক্ষিণ-মাঝের পাহাড় গ্রামের মালেক খলিফা ও ২নং ওয়ার্ডের ডুমখালী গ্রামে যোহাস উদ্দিনের নেতৃত্বে তার ছোট ভাইয়ের পাকা দালান নির্মাণ কাজ চলমান।যোহাস উদ্দিন মালুমঘাট বাজারের ইয়াসিন ফামেসীর মালিক।
ঘর নির্মাণ বিষয়ে মালিকগণ বলেন,বনবিভাগের জায়গা ঠিক,তবে এখানেতো ঘনবসতি।তবু বিট কর্সকর্তা মো. ইলিয়াছকে জানিয়ে ম্যানেজ করে বসবাসের জন্য ঘর করছি।যাব কোথায়!
এ বিষয়ে ডুলাহাজারার বিট-কর্মকর্তা মো.ইলিয়াছ’র সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে, তার ফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব্ হয় নি।