crimepatrol24
১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৪:৪২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

ডিমলায় সরকারি কাজে বা’ধা ও হা’মলার ঘটনা ধামাচাপা দিতে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১২, ২০২৪ ৯:৩০ অপরাহ্ণ

 

হরিপদ রায়,রংপুর সংবাদদাতা।। নীলফামারীর ডিমলায় পানি উন্নয়ন বোর্ডের সরকারি কাজে বা’ধা প্রদান করার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে সাধারণ কৃষকদের প্ররোচিত করে কিছু অ’সাধু ব্যক্তি সংবাদ সম্মেলন করিয়েছেন বলে অভিযোগ করেছে নীলফামারী পানি উন্নয়ন বোর্ড।

বুধবার সকালে উপজেলা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কুটির ডাঙ্গা নামক এলাকায় এই সংবাদ সম্মেলন করা হয়।
দেশ ও জনগণের বৃহৎ স্বার্থে তিস্তা সেচ প্রকল্পের কমান্ড এলাকার পুনর্বাসন ও সম্প্রসারণ প্রকল্প হাতে নিয়েছে সরকার।এই প্রকল্পের আওতায় বুড়ি তিস্তা নদীর পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি, ভূ-উপরস্থ পানির কার্যকরী ব্যবহার ও সেচ সুবিধা প্রদানের লক্ষ্যে নদীর প্রবাহকে ঠিক রাখতে অবৈধভাবে দ’খলদারদের কাছ থেকে নদী উদ্ধারে সরকারের নির্দেশনা মোতাবেক নদীর সীমানা নির্ধারণ করতে একটি কমিটি গঠন করেছিল জেলা প্রশাসন। সে অনুযায়ী বুড়ি তিস্তা নদীর ১২১৭ একর জমি পানি উন্নয়ন বোর্ডের বলে চিহ্নিত করেছিল ওই কমিটি।তিস্তা সেচ প্রকল্পের কমান্ড এলাকার পুনর্বাসন ও সম্প্রসারণ প্রকল্পের কাজ বুড়ি তিস্তা নদীতে বাস্তবায়নের লক্ষ্যে জলাধার পুনঃখনন করতে গিয়ে কিছু অ’সাধু ব্যক্তি তাদের স’ন্ত্রাসী বাহিনী দ্বারা স্বার্থ হাসিল করার জন্য সরকারি কাজে বাধা প্রদান করে। ২০২২ সালের ১৭ ডিসেম্বর বুড়ি তিস্তা খনন কাজে জমি সার্ভে করতে গেলে তখন স’ন্ত্রাসী হামলার শিকার হয় পওর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। ওই হা’মলায় ২টি মোটরসাইকেল, ৩টি মেশিন ভাং’চুর ও ২টি মেশিন, ১টি মোটরসাইকেল ও ১টি মাটিকাটা ভেকু আগুনে পু’ড়িয়ে দেয় স’ন্ত্রাসী বাহিনী। ওই ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য (নীলফামারী-০১)বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার স্থানীয়দের সাথে কয়েক দফায় আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করেন। ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার ১২১৭ একর আয়তনের বুড়িতিস্তা জলাধার পুনঃখনন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

সংসদ সদস্য কর্তৃক পুনঃখনন কাজের উদ্বোধনে ৩দিন পর জলাধার পুনঃখনন করতে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান।এসময় আবারও অসাধু ব্যক্তিরা তাদের উপর দেশীয় অ’স্ত্র নিয়ে হামলা করে। ওই ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মমিনুর রহমান খানসহ ১০ জন শ্রমিক গু’রুতর আ’হত হন। স’ন্ত্রাসী বাহিনীর বার বার হা’মলার কারণে পওর বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠান বাধ্য হয়ে সরকারি কাজে বা’ধা ও হামলার ঘটনাকে কেন্দ্র করে মামলা দায়ের করেন।

নীলফামারী পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বুড়ি তিস্তা নদীর ১২১৭ একর জমি মধ্যে প্রথম ধাপে ৬৬৭ একর জলাধার পুনঃখনন কাজ সম্পন্ন শুরু হওয়ার কথা ছিল। এটি বাস্তবায়িত হলে ওই এলাকার ৫ হাজার ৫০০ একর জমিতে আমন ও বোরো মৌসুমে কৃষকরা নিরবচ্ছিন্নভাবে জলাধারের পানি ব্যবহার করে সেচ দিতে পারবেন। যার ফলে প্রতিবছর বুড়িতিস্তা সেচের মাধ্যমে প্রায় ২৬ হাজার টনের অধিক ফসল উৎপাদিত হবে। যার বাজার মূল্য প্রায় ৭২ কোটি টাকারও বেশি।

নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান জানান, ‘আমরা চেষ্টা করেছি কোনো ধরনের মামলা মোকদ্দমায় না যেতে। এজন্য স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদেরও সহযোগিতা নিয়েছি। কিন্তু কিছু অসাধু ব্যক্তি তাদের ক্ষুদ্র স্বার্থ হাসিল করার জন্য স’ন্ত্রাসী বাহিনীর মাধ্যমে হা’মলা, ভাং’চুর, খনন কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাদিতে আ’গুন লাগিয়ে বার বার কাজে বাধা প্রদান করে। যার ফলে নিজেদের নিরাপত্তার জন্য বাধ্য হয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ও পওর বিভাগ স’ন্ত্রসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে।’

আতিকুর রহমান আরও বলেন, ‘মামলার পর পুলিশ সিসিটিভি ক্যামেরা দেখে সরকারি সম্পত্তি ভাং’চুর ও আগুনে পু’ড়িয়ে দেওয়া ও হামলার ঘটনায় জড়িত কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। পরে গ্রেপ্তার ব্যক্তিরা সরকারি কাজে বাধা প্রদান করবে না শর্তে আদালতের কাছ থেকে জামিন পান। তারপরও তারা আমাদের কাজে কোনো ধরনের সহযোগিতা করছে না। উল্টো নানান ভাবে কাজে বাধা প্রদানের চেষ্টা করছে। তারই অংশ হিসেবে আজকে তারা অযৌক্তিক সংবাদ সম্মেলন করে। যার কোনো ভিত্তি নাই।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

লালমনিরহাটের আদিতমারীতে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ি থেকে গাঁজার গাছ উদ্ধার, মহিলা আটক

রংপুরে তিন পিস্তলসহ ৪ ডাকাত গ্রেফতার

হোমনায় ৪ ডা’কাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি কামাল ডা’কাত গ্রে’ফতার

হোমনায় ৪ ডা’কাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি কামাল ডা’কাত গ্রে’ফতার

মধুপুরের সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নছিমন-করিমন

গাইবান্ধায় পুষ্টির চাহিদা মেটাতে বছরব্যাপী ফল উৎপাদন প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লিভার ক্যান্সারে আক্রান্ত  ঘোড়াঘাটের সুজন বাঁচতে  চায়, সাহায্যের প্রয়োজন

এ বছর ফিতরা সর্বনিম্ন ৭০ ও সর্বোচ্চ ২৩১০ টাকা

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

শ্রীলঙ্কা সফরে ৩-৪ টা প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

শ্রীলঙ্কা সফরে ৩-৪ টা প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা