
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
সারা দেশের সাথে নীলফামারীর ডিমলা উপজেলায়ও নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণের হার দিন দিন আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। উপজেলায় ১ দিনে ওষুধ ব্যবসায়ীসহ ৯ জন করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। এদের মধ্যে অনেকেই ঢাকাফেরত। তারা পোশাক শ্রমিক বলেও জানা গেছে। গত (৯-জুন) মঙ্গলবার আইইডিসিআর’র প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে ডিমলা উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায়ের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি থেকে জানা যায়, আক্রান্তদের মধ্যে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ২ জন, পূর্ব ছাতনাই ইউনিয়নের ১ জন, টেপাখড়িবাড়ী ইউনিয়নের একই পরিবারের ৫ জন ও উপজেলা সদর ইউনিয়নে বাবুরহাট বাজারের তালতলায় অবস্থিত (কোহিনুর ফার্মেসি) ওষুধ ব্যবসায়ী বাবলু রহমানও রয়েছে। গণবিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, আক্রান্তদেরসহ আশপাশের ১৪টি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সারোয়ার আলম জানান, আক্রান্তদেরকে নিজবাড়ি (যাদের লক্ষণ প্রকাশ পায় নি), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা আধুনিক সদর হাসপাতালে আইসোলিশন সেন্টারে নেয়া হয়েছে। উল্লেখ্য , ডিমলা উপজেলায় এ নিয়ে মোট ২৬ জন আক্রান্ত হলো।