
মো. মেহেদী হাসান ফারুক, টাংগাইল প্রতিনিধি : আজ বুধবার (১ জানুয়ারি, ২০২০) সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় টাঙ্গাইল সদর এ ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শহিদ উল্লাহ ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণিতে উত্তীর্ণ হওয়া ছাত্র- ছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন।তিনি তার বক্তব্যে ভবিষৎ জীবন কী ভাবে গড়তে হবে তার একটি সুন্দর দিক নির্দেশনা প্রদান করেন।
পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সায়মা খন্দকার,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শরীফুজ্জামান খান মহব্বত,সাবেক প্রতিষ্ঠা সভাপতি শফিউদ্দিন আইনী,সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন পার্ন্না,হাছনা খাতুন প্রমুখ।নতুন বছরের নতুন বই হাতে পেয়ে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উৎফুল্ল বোধ করে।