crimepatrol24
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৫:২১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

টাইমবো’মা বোঝাই সিএনজিতে যাতায়াত, বি’স্ফোরণে প্রা’ণহানির ঝুঁকিতে যাত্রী!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৫, ২০২৪ ৭:০৮ অপরাহ্ণ

 

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
যত্রযত্র বেঁধে রেখে ব্যবহার করা হচ্ছে গ্যাস সিলিন্ডার। সিএনজির পরিবর্তে ব্যবহার হচ্ছে এলপিজি গ্যাস। গ্যাস সিলিন্ডারের সামনে বসেই হরহামেশা ধূমপান করছেন যাত্রী। সিলিন্ডার বিস্ফোরণে প্রাণহানির আশঙ্কা বাড়ছে। হরহামেশা ব্যবহার হচ্ছে মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার।
জ্বালানি গ্যাস সিলিন্ডারের যথাযথ ব্যবহার না থাকায় প্রতিনিয়তই ঘটছে বড় বড় দু’র্ঘটনা। এসব ঘটনা বিশ্লেষণে সঠিক নিরাপত্তা ব্যবস্থাা না রেখে গ্যাস সিলিন্ডার ব্যবহারকে টাইম বোমার সাথে তুলনা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তবে এসবের বাইরে দিনাজপুরের ঘোড়াঘাটে দেখা মিলবে শত শত এলপিজি গ্যাস চালিত ৩ চাকার বাহন সিএনজির। শুধু দিনাজপুর জেলা কিংবা ঘোড়াঘাট উপজেলা নয়, এমন চিত্র সারা দেশের সব জেলা-উপজেলায়।

অল্প ভাড়ায় দ্রুত যাতায়াতের অন্যতম বাহন এই জ্বালানি গ্যাস চালিত সিএনজি। কাছের কিংবা দূরের যাত্রায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের কাছে বেশ জনপ্রিয় তিন চাকার এ বাহনটি। তবে গ্যাস চালিত এ সিএনজিতে নেই কোন নিরাপত্তা ব্যবস্থা। বাহনটির পেছনে মনগড়াভাবে ২ থেকে ৩টি পর্যন্ত গ্যাসের সিলিন্ডার নিয়ে যাত্রী পরিবহণ করে চলছে। এসব গ্যাস সিলিন্ডার ব্যবহার হচ্ছে সিএনজি’র জ্বালানি হিসেবে। এতে জীবনের ঝুঁকি নিয়ে টাইম বোমার এ গাড়িটিতে প্রতিদিন যাতায়াত করছেন নানা বয়সী হাজার হাজার যাত্রী। অনেক যাত্রী এসব গ্যাস সিলিন্ডারের সামনে বসেই হরহামেশা ধূমপান করছে। তবে এসব নিয়ে তেমন কোন পদক্ষেপ নেই সংশ্লিষ্ট কোনো দফতরের।

রবিবার সকালে সরেজমিনে ঘোড়াঘাট উপজেলা ঘুরে দেখা যায়, পৌর শহরের চার মাথা বাসট্যাণ্ড থেকে কামদিয়া বাজার পর্যন্ত যাতাযাতের জন্য যাত্রীর অপেক্ষায় সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে ৮ থেকে ১০টি সিএনজি। প্রতিটি সিএনজির পেছনে যাত্রী বসার সিটের সাথে রাখা ২ থেকে ৩টি পর্যন্ত এলপিজি গ্যাসের সিলিন্ডার। এসব সিলিন্ডারের সামনে চেপেই নিয়মিত জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন শিশু থেকে বৃদ্ধসহ নানা বয়সের যাত্রী। একই চিত্র করতোয়া নদীর ত্রিমোহনী ঘাটে। সেখানে সড়কের উপরে দাঁড়িয়ে আছে ১৫ থেকে ২০টি সিএনজি। যাত্রী নিয়ে তারা নিয়মিত যাতায়াত করে গাইবান্ধার পলাশবাড়ী চারমাথা মোড় পর্যন্ত। এসব সিএনজিতেও রাখা একাধিক গ্যাস সিলিন্ডার।

একটি সিএনজিতে একাধিক রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার রাখার কারণ জানতে চাইলে এসব সিএনজির চালক এবং মালিকরা জানান, আগে তারা বগুড়া থেকে সিএনজি গ্যাস ভরিয়ে আনতেন। তবে দূরত্ব বেশি হওয়ায় এবং মহাসড়কে তাদের সিএনজি উঠতে না দেওয়ায় রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাস তারা ব্যবহার করছেন। এই গ্যাসের বোতল তুলনামূলক ছোট হওয়ায় একসাথে ২-৩টি গ্যাসের সিলিন্ডার তারা গাড়িতে রাখছেন। যাতে যেকোন মুহুর্তে একটি সিলিন্ডার শেষ হলে আরেকটি সিলিন্ডার তারা ব্যবহার করতে পারেন।

সিএনজিতে ঝুঁকিপূর্ণভাবে এসব গ্যাস সিলিন্ডার ব্যবহারের ফলে জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন সাধারণ মানুষ। এতে যেকোনো মুহুর্তে ঘটতে পারে বড় ধরনের দু’র্ঘটনা। হতে পারে প্রা’ণহানির মত মর্মান্তিক ঘটনা।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তারা বলছেন, গ্যাস লিকেজসহ যেকোনো ত্রুটির কারণে এসব জ্বালানি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হতে পারে। আর কোনো কারণে সিএনজিতে থাকা এসব গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে সিএনজির পেছনে বসে থাকা যাত্রীদের শরীরের বিভিন্ন অংশ ছি’ন্নভিন্ন হতে পারে।

সিএনজিতে বসে ঘোড়াঘাট থেকে কামদিয়া যাচ্ছিলেন মহিলা ডিগ্রি কলেজে কর্মরত শান্ত ইসলাম। তিনি বলেন, ‘আমরা অনেক আগে থেকেই সিএনজিতে যাতায়াত করি। আমাদের পেছনে গ্যাসের সিলিন্ডার দৃশ্যমান। তবে ঝুঁকি নিয়ে হলেও অন্যদের মত আমিও যাতায়াত করি।’

সিএনজির আরেক যাত্রী আফ্রিদি কবির রাকা বলেন, ‘প্রতি বছরই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বড় ধরণের প্রা’ণহানির ঘটনা ঘটছে। তার পরেও আমরা অসচেতনতাবশত ঝুঁকি নিয়ে যাতায়াত করি। তবে কোনো কারণে সিএনজিতে থাকা এসব গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে শরীরের অর্ধেক উড়ে যাবে।’

সিএনজি চালক রফিকুল ইসলাম বলেন, ‘আমি গত ১০ বছর যাবত সিএনজি চালাই। শুরু থেকেই গ্যাস দিয়ে গাড়ি চালাচ্ছি। আগে বগুড়া থেকে গ্যাস নিয়ে আসতাম। এখন স্থাানীয় দোকান থেকে এলপিজি গ্যাসের সিলিন্ডার কিনে ব্যবহার করছি। ছোট্ট একটি এলপিজি গ্যাস সিলিন্ডার দিয়ে ৪০ থেকে ৫০ বার যাতায়াত করা যায়। তবে কোনো সময় দু’র্ঘটনা ঘটেনি।’

এদিকে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার বলেন, ‘সিএনজিতে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার শতভাগ ঝুঁকিপূর্ণ। অধিকাংশ ক্ষেত্রেই মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। পুরাতন গ্যাস সিলিন্ডার রংচং করে নতুন করা হচ্ছে। একাধিকবার রং করার কারণে গ্যাসের সিলিন্ডারের উপরে খোদাই করা মেয়াদের তারিখ মিশে গেছে। যত্রযত্র এসব সিলিন্ডার ব্যবহারের ফলে বড় ধরণের প্রা’ণহানি ঘটে আসছে। আমরা বিভিন্নভাবে সাধারণ মানুষকে সচেতন করছি।’

 

Share This News:

সর্বশেষ - লাইফ স্টাইল

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় বি’ষাক্ত পোকার কামড়ে গৃহবধূর মৃ’ত্যু

হোমনায় বি’ষাক্ত পোকার কামড়ে গৃহবধূর মৃ’ত্যু

হোমনায় করোনা ভাইরাস প্রতিরোধে এএসপি মো. ফজলুল করিমের নৈশ অভিযান

অবরোধে অ’প্রীতিকর ঘটনা এড়াতে সারাদেশে থাকবে র‍্যাবের ৩০০ টহল দল

কলারোয়ায় জাতীয় ভোটার দিবস পালিত

কেএমপি’র অভিযানে মাদকসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

বাজেট শুধু বাৎসরিক দলিল নয়, আশা আকাঙ্ক্ষার প্রতীক: এলজিআরডি মন্ত্রী

বাজেট শুধু বাৎসরিক দলিল নয়, আশা আকাঙ্ক্ষার প্রতীক: এলজিআরডি মন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে লক্ষ্মীপুরে বৃক্ষের চারা বিতরণ করেন ইউপি চেয়ারম্যান এমরান হোসেন নান্নু

পাবনা চাটমোহরে বহুমুখী পাটজাত পণ্যের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

আধুনিক বিশ্বে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রদান করা হয় বেতন আর এমপিওভুক্ত বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রদান করা হয় অনুদান !

“আবরার হত্যা ও সমসাময়িক রাজনীতি” নিয়ে বাংলাদেশ কংগ্রেসের উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত