
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার শহরের গীতাঞ্জলি সড়ক এলাকার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে শিশুকে ক্যাপসুল খাইয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, সদর হাসপাতালের তত্বা তত্ত্বাবধায়ক ডা. আয়ুব আলী, সদর উপজেলা স্বাস্থা ও পরিবার পরিকল্পনা কার্যলয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাত হোসেনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, এ বছর জেলার ৬ উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৩’শ ৫০ জন শিশুকে সবুজ রংয়ের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯৮ হাজার শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।