
ঝিনাইদহ প্রতিনিধি >>
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও দারিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে মনোহরপুর ইউনিয়ন বোর্ড প্রাঙ্গণে এ কর্মসূচী পালিত হয়। শৈলকুপা পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কাজী আশরাফুল আজম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও কৃষকলীগ সভাপতি জাহিদুন্নবী কালুসহ উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুলু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উমেদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মিজানুর রহমান বাবলু, পৌর কমিশনার শওকত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপু, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খোকন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামীলীগের শোক দিবস পালন শাহাদাৎ বার্ষিকীর এই দোয়া-মাহফিলে শৈলকুপা উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, সমর্থকরা অংশ নেন। দোয়া-মাহফিলের পরে খাবার বিতরণ করা হয় ।