মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আশরাফুল আলম রাসেল।
উক্ত সভায় বক্তব্য রাখেন,ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমীন ,সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানি,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সাহা, ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ শাহজাহান আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: আব্দুল মান্নান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী টিটু,সিনিয়র সাংবাদিক এস.কে.সাত্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেম প্রমুখ।
ঝিনাইগাতী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন। ঝিনাইগাতী উপজেলা শহরের হাটবাজারে যানজট নিরসনসহ অবৈধভাবে বালু উত্তোলনসহ নানা বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা।
পরিশেষে ঝিনাইগাতী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে উপস্থিত সদস্যরা অভিমত ব্যক্ত করেন।