আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
জামালপুর শহরের মেডিকেল রোড থেকে ৪ অক্টোবর দুপুরে ৫ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৫২টি মোবাইল ফোন চুরি হওয়ার ঘটনায় ৫০টি মোবাইল ফোনসহ ৩ আসামিকে খুলনা ও যশোর থেকে গ্রেফতার করে ৮ অক্টোবর বৃহস্পতিবার জামালপুর সদর থানায় আনা হয়েছে। জামালপুর সদর থানার মামলা নং ০৪(১০)২০২০ সূত্রে জানা যায়, চুরি যাওয়া মালামাল ৫২টি মোবাইল ফোন যার বাজার মূল্য ৫ লাখ ২০ হাজার টাকা। অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক জামালপুর সদর সার্কেল এর তত্ত্বাবধানে ও জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালেমুজ্জামান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে খুলনা জেলার খানজাহান আলী থানা, এবং যশোরের শার্শা থানা হতে আসামী ১। রওশন আলী(৩৫) ২। রবিউল ইসলাম রবি(৩২) ৩। মোঃ মনির হোসেন রনি(২৮) দেরকে আটক করা হয়। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালেমুজ্জামান বলেন, তাদের হেফজতে থাকা ৫০টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আসামিরা আন্তঃ জেলা চোর চক্রের সদস্য আসামিদেরকে অতি দ্রুত বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।